এবারও সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার জোকোভিচের

সিনসিনাটি ওপেনে আবারও দেখা যাবে না নোভাক জোকোভিচকে। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টেনিস কিংবদন্তি। অথচ, সর্বশেষ ২০২৩ সালের টুর্নামেন্টে ঠিকই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন সার্বিয়ান তারকা।
জোকোভিচের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে সিনসিনাটি ওপেনের কর্তৃপক্ষ।
নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও শোনা যাচ্ছে শরীরকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেননা সামনেই বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু হবে। আগামী ২৪ আগস্ট শুরু হতে যাওয়া গ্র্যান্ড স্লামে যেন পূর্ণদমে নামতে পারেন ৩৮ বছর বয়সী তারকা।
অনেক দিন ধরেই ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের চেষ্টা করছেন জোকোভিচ।
তবে ইয়ানিক সিনার এবং কার্লোস আলকারাজের সামনে পেরে উঠতে পারছেন না পুরুষ এককের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী। বছরের শেষ গ্র্যান্ড স্লামকে পাখির চোখ করতেই হয়তো নিজেকে সিনসিনাটি থেকে সরিয়ে নিলেন তিনি। সঙ্গে সর্বশেষ উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায়ের সময় নিতম্ব ও কুঁচকির চোটও ভূমিকা রেখেছে। উইম্বলডনে হারার পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি জোকোভিচ।
২০২৩ সালে আলকারাজকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয়বার চ্যাম্পিয়ন হন জোকোভিচ। সিনসিনাটির বর্তমান চ্যাম্পিয়ন উইম্বলডন জয়ী সিনার। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ আগস্ট।