হংকংয়ে রাস্তা থেকে ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

হংকংয়ে মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা থেকে এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশটির পুলিশ জানিয়েছে, ওয়ান চাই এলাকার অভিজাত কেনেডি রোডে বসবাসকারী ৫৪ বছর বয়সী এক বিদেশি পুরুষের মৃতদেহ সকালে তার বাসার বাইরের একটি গাছের নিচে পাওয়া যায়। স্থানীয় সময় সকাল ৭টার কিছু পর একজন পরিচ্ছন্নতাকর্মী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ আরো বলেছে, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি তার ফ্ল্যাট থেকে নিচে পড়ে যান।
ঘটনাস্থল থেকে মৃতের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নির্ধারিত হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বর্ষণের মধ্যেই ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মাথা ও বাঁ পা খুঁজে বেড়াচ্ছিলেন। পরে একটি স্কুলের সামনে রাস্তার ওপারে পাটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের সূত্রের বরাত দিয়ে সংবাদপত্র সিং তাও ডেইলি জানিয়েছে, ওই ব্যক্তির মাথা সম্ভবত শরীরের ভেতরে চাপা পড়েছিল।