img

৮ ও ৯ আগস্ট ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমী নাটক ‘সংস অব হকার্স’। আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুনের নির্দেশনায় তৈরি নাটকটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরবে ঢাকার রাস্তার হকারদের জীবনধারা।

যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন শহরের পথে পথে ঘুরে পণ্য বিক্রি করা হকারদের চঞ্চল ও রঙিন জগৎ।

 

বাংলা ও ভাঙা ইংরেজির সংমিশ্রণে রচিত সংলাপ, সঙ্গে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার সমন্বয় দর্শকদের নিয়ে যাবে এক ভিন্ন অভিজ্ঞতায়।

 

নাটকটি সাজানো হয়েছে তিনটি ছোট গল্পে— ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। প্রতিটি গল্পেই কৌতুক, ব্যঙ্গ ও অদ্ভুততার মিশেলে উঠে এসেছে পথজীবনের খুঁটিনাটি। প্রযোজনাটির অনুপ্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল থেকে, যেখানে শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ে ফুটে ওঠে বাস্তবতা।

 

মঞ্চে থাকবেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া টি মৌ। প্রায় এক ঘণ্টাব্যাপী এই নাটক সবার জন্য উন্মুক্ত হলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রবেশের সুযোগ মিলবে।

আলিয়ঁস ফ্রঁসেজ জানিয়েছে, শহরের অদম্য হকারদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন— যারা প্রতিদিন ফেরি করে ঘুরে বেড়ান, সহজলভ্য পণ্য পৌঁছে দেন মানুষের হাতে, আর যাদের অনর্গল ডাক আমাদের শহরের ছন্দে মিশে যায় এক অনির্দেশ্য কাব্যিকতায়।

এই বিভাগের আরও খবর