জাদেজার যে পরামর্শে ওভালে আগুন ঝরান সিরাজ

বিশ্বাসে মিলায় বস্তু। আজ সেই বিশ্বাস থেকেই ভারতকে ম্যাচ জিতিয়েছেন মোহাম্মদ সিরাজ। খলনায়ক থেকে হয়েছেন নায়ক। তবে ওভালে ভারতীয় পেসারের নায়ক হওয়ার পেছনে ছোট্ট অবদান রয়েছে রবীন্দ্র জাদেজার।
সতীর্থের কথায় উজ্জীবিত হয়ে আজ পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিনে বোলিংয়ে আগুন ঝরিয়েছেন সিরাজ। ম্যাচ শুরুর আগে ভারতীয় অলরাউন্ডার তাকে কী বলেছিলেন, শুনুন সিরাজের কথায়। ম্যাচ শেষে ৩১ বছর বয়সী পেসার বলেছেন, ‘জাড্ডু (জাদেজা) ভাই বলেছিলেন, নিজের শক্তির ওপর আস্থা রাখো। আর বাবাকে স্মরণ করে তার জন্য লড়ো।’
মাঠে নেমে দুর্দান্ত এক লড়াই জিতেছেন সিরাজ। জয়ের আত্মবিশ্বাসটা ঘুম থেকে উঠেই পেয়েছেন বলে জানান তিনি। টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার বলেছেন, “আজ ঘুম থেকে ওঠেই মনে হয়েছে আমি করতে পারব। তাই গুগল থেকে ‘বিলিভ’ লেখা একটি ছবি (ফোনে) ডাউনলোড করি।’’
গতকাল হ্যারি ব্রুককে আউট করার সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন সিরাজ। ক্যাচ তালুবন্দি করেও তার পা বাউন্ডারির সীমানায় লাগায় বেঁচে যান ইংল্যান্ডের ব্যাটার। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ম্যাচ প্রায় বের করেন নেন ব্রুক। তাতে খলনায়ক হওয়ার পথে ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন তিনি।
বিশেষ করে শেষ দিনে যখন ৪ উইকেট হাতে নিয়ে ৩৫ রানের সমীকরণ মেলানোর লক্ষ্যে নামে ইংল্যান্ড। আজ একাই প্রতিপক্ষের ৩ উইকেট নিয়ে দলকে ৬ রানের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।
ব্রুকের জীবন পাওয়ার ঘটনা নিয়ে সিরাজ বলেছেন, ‘সত্যি বলতে ক্যাচটা ছক্কা হবে এটা ভাবিনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল ওটা। তারপরই আক্রমণাত্মক মানসিকতায় ব্যাটিং করেছে ব্রুক। সে দারুণ খেলেছে। তাকে টুপি খোলা অভিবাদন। ক্যাচটা ধরতে পারলে আমাদের আজ নামতে হতো না।’