এবার সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় আক্ষেপ ঘোচাতে যাবে বাংলাদেশ

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে সর্বশেষ টুর্নামেন্টে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হওয়া আর হয়নি বাংলাদেশের।
সেই আক্ষেপ ঘোচাতে এবার নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ডারউইনে যাবে বাংলাদেশ। আজ উইকেটরক্ষক-ব্যাটারকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামে হওয়া বাংলাদেশ ‘এ’ এবং এইচপি দলের মধ্যকার ম্যাচ থেকে দল নির্বাচন করেছে বিসিবি।
সোহান ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কিছু ক্রিকেটার আছেন স্কোয়াডে। তাদের মধ্য অন্যতম হচ্ছেন-সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। টুর্নামেন্টটিতে অংশ নিতে আগামী ৭ আগস্ট ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।
বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে ১৪ আগস্ট, পাকিস্তান ‘এ‘ দলের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে, ২৩ আগস্ট। টুর্নামেন্ট শেষে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা চার দিনের ম্যাচও খেলবেন সোহান-আফিফরা। ম্যাচটি শুরু হবে ২৮ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ দল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।