পারমাণবিক ইস্যুতে ‘অতিরঞ্জিত ভাষা’ ব্যবহারে সতর্ক করল রাশিয়া

রাশিয়া সোমবার পারমাণবিক ইস্যুতে ‘অতিরঞ্জিত ভাষা’ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বিরোধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে এ আহ্বান জানিয়েছে মস্কো।
মেদভেদেভের মন্তব্যকে চূড়ান্ত উসকানিমূলক দাবি করে ট্রাম্প বলেছেন, তিনি মন্তব্যের প্রতিক্রিয়ায় এ নির্দেশ দিয়েছেন এবং সাবমেরিনগুলো ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করা হবে। তবে সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত হবে নাকি পারমাণবিক অস্ত্রধারী হবে, ট্রাম্প তা স্পষ্ট করেননি।
এ ছাড়া তিনি স্থান সম্পর্কেও বিস্তারিত বলেননি, যা মার্কিন সামরিক বাহিনী গোপন রেখেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টির প্রতি খুবই মনোযোগী। আমরা বিশ্বাস করি যে পারমাণবিক সম্পর্কিত বক্তৃতায় ‘অতিরঞ্জিত ভাষা’ ব্যবহারে সবারই খুবই সতর্ক থাকা উচিত।’
ইউক্রেনে সামরিক হামলা বন্ধ না করলে রাশিয়ার অবশিষ্ট বাণিজ্যিক অংশীদাররা নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে—মার্কিন নেতার এমন আলটিমেটামের পটভূমিতে মেদভেদেভ ও ট্রাম্পের মধ্যে এ বিরোধের সূত্রপাত হয়।
রাশিয়ার অন্যতম প্রধান পশ্চিমা বিরোধী নেতা মেদভেদেভ ট্রাম্পকে ‘আলটিমেটাম গেম’ খেলার জন্য অভিযুক্ত করে বলেছেন, ট্রাম্পের ‘মনে রাখা উচিত’ রাশিয়া একটি প্রভাবশালী পরাশক্তি।
তিনি বলেন, ‘প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি ও যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, বরং তার নিজের দেশের সঙ্গে।’
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান।
তিনি ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কার্যত পুতিনের জন্য একজন অস্থায়ী প্রতিস্থাপক হিসেবে কাজ করেছিলেন, যিনি সাংবিধানিক মেয়াদসীমা এড়িয়ে প্রকৃতপক্ষে ক্ষমতায় থেকেছেন।
সূত্র : এএফপি