img

স্টার জলসার ‘মা’ ধারাবাহিকে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয়ের সুবাদে তুমুল পরিচিতি পেয়েছেন তিথি বসু। সেই ধারাবাহিকটি ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের মধ্যেও জনপ্রিয় ছিল। 

অনেক দিন অভিনয় থেকে দূরে তিনি, মন দিয়েছেন ভ্লগিংয়ে। শুধু তাই নয়, এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর প্রেমের খবর।

তিথি কোনোকিছুতেই লুকোছাপায় বিশ্বাস করেন না। তাই প্রকাশ্যে আনলেন নিজের মনের মানুষকে।

 

তিন বছর আগে যখন প্রেম ভেঙেছিল তখনও সোশ্যালে পোস্ট করে জানিয়েছিলেন। এরপর কেটে গেছে কয়েক বছর।

এবার তার জীবনে এসেছে নতুন মানুষ। সোশ্যালে প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন। তবে জানালেন, এখনই নিজের বিশেষ মানুষটিকে প্রকাশ্যে আনতে চান না। তাই বিশেষ ছবিতে প্রেমিকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন।

তিথি বললেন, আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দু’জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। এ রকম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটি সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল।

সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।

 

তিথির প্রেমিক শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ অন্য পেশার মানুষ। এত দিন চাকরি করতেন। এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আর তিথির সঙ্গে ভ্লগিংয়েও অনেক সময় সাহায্য করেন। দু’জনে একসঙ্গে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর