‘উড়াল’ চলচ্চিত্রের একটি টিকিট কিনলে আরেকটি ‘ফ্রি’

বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘উড়াল’। ১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক।সিনেমাটি
‘উড়াল’ চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।
=শুক্রবার (২ আগস্ট) ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
আজ রবিবার (৩ আগস্ট) বন্ধু দিবস। এই দিনে রয়েছে বিশেষ চমক।
একটি টিকিটে ছবি উপভোগ করতে পারবেন দুই বন্ধু। মানে একটি টিকিট কিনলে আরেকটি মিলবে একদম ফ্রি। ব্লকবাস্টার সিনেমাসে ৪ আগস্ট পর্যন্ত এই অফার চলবে।
জানা গেছে, কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর।
বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। তারা হলেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুলসহ অনেকে।
ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের।
‘উড়াল’-এর চিত্রগ্রহণ করেছেন ইবাদ আলীম, শিল্পনির্দেশনা দিয়েছেন রাফি আল আমিন, সম্পাদনা করেছেন আশিকুর রহমান এবং সংগীত পরিচালনা করেছেন খৈয়াম সানু সন্ধি।
যাত্রাপার্টির ব্যানারে সিনেমাটি পরিবেশন করছে অভি কথাচিত্র।