img

ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ওভালে দেখা গেল প্রযুক্তি আর ক্রিকেটের দুর্দান্ত মেলবন্ধন। হঠাৎ করেই ধারাভাষ্য কক্ষে হাজির হলেন গুগলের সিইও সুন্দর পিচাই। হার্শা ভোগলের সঙ্গে কিছুক্ষণ মাইক্রোফোন হাতে নিয়ে ক্রিকেটপ্রেমী পিচাই শোনালেন শৈশবের ক্রিকেট স্মৃতি।

ক্রিকেটের আজীবন ভক্ত পিচাই শৈশবের স্মৃতিচারণ করে বললেন, ‘গাভাস্কার ছিলেন সবচেয়ে বড় তারকা, আর আমি ছিলাম বিশাল এক শচিন ভক্ত।

ওকে ব্যাট করতে দেখতে আমি দারুণ পছন্দ করতাম।’

 

প্রথম ধারাভাষ্য অভিজ্ঞতায়ও প্রযুক্তি জগতের এই শীর্ষ ব্যক্তিত্ব দেখালেন দারুণ স্বাচ্ছন্দ্য। সিরিজ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘দুই দলের লড়াই অসাধারণ হয়েছে। এখন বাজি ধরতে হলে বলব, সিরিজ ২-২ তে শেষ হবে।’

মজার বিষয় হলো পিচাই ধারাভাষ্য দেওয়ার সময় ব্যাটিংয়ে ছিলেন ভারতের ওয়াশিংটন সুন্দর। শেষ দিকে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে  ভারত লিড পায়। হার্শা ভোগলে হাসতে হাসতে এই মিলের কথা তুলে ধরেন।

হার্শা ভোগলে পরে এক্সে লিখেছেন, ‘এত বড় কর্পোরেট নেতার সঙ্গে ধারাভাষ্য কক্ষে আগে কখনো ছিলাম না।

 

ক্রিকেট ভালোবাসেন, ভীষণ সাধারণ ও মাটির মানুষ।’

শেষদিনে জয়ের জন্য ভারতের দরকার ৯ উইকেট। আর ইংল্যান্ডের প্রয়োজন ৩২৪ রান। 

এই বিভাগের আরও খবর