img

নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রোড ট্রিপে বেরিয়ে নিখোঁজ হওয়া ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, ডা. কিশোর দিবান, আশা দিবান, শৈলেশ দিবান এবং গীতা দিবান। মার্শাল কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, শনিবার (২ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে মার্শাল কাউন্টির বিগ হুইলিং ক্রিক রোডের পাশে একটি খাড়া ঢালে তাদের গাড়ি পড়ে থাকতে দেখা যায়।

শেরিফ ডোহার্টির বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউ ইয়র্কের বাফেলো থেকে নিখোঁজ ওই চারজনকে একটি সড়ক দুর্ঘটনার পর মৃত অবস্থায় পাওয়া গেছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলেছে। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে ২৯ জুলাই মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ার এরি শহরের পিচ স্ট্রিটের একটি বার্গার কিং রেস্টুরেন্টে শেষবার দেখা গিয়েছিল তাদের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরিবারের দুই সদস্য সেই রেস্টুরেন্টে ঢুকছেন। ওই স্থানে তাদের সর্বশেষ ক্রেডিট কার্ড লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এরপর পেনসিলভানিয়া স্টেট ট্রুপারদের একটি লাইসেন্স প্লেট রিডার তাদের গাড়িকে দক্ষিণমুখী ইন্টারস্টেট-৭৯ সড়কে ধীরে ধীরে অগ্রসর হতে দেখতে পায়।

 

তারা যাচ্ছিলেন পশ্চিম ভার্জিনিয়ার মাউন্ডসভিলে অবস্থিত প্রভুপাদের প্যালেস অফ গোল্ড নামে একটি মন্দিরে। যদিও, তারা সেই নির্ধারিত থাকার জায়গায় আর পৌঁছাননি।

 

নিখোঁজের ঘটনায় মোবাইল ফোন টাওয়ার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের ফোন সর্বশেষ সক্রিয় ছিল ৩০ জুলাই বুধবার ভোর ৩টার দিকে, মাউন্ডসভিল ও হুইলিং এলাকায়। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ