৬০০ পর্বে ‘তোমায় গান শোনাবো’

ছয়শত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ ১ শুক্রবার রাত সাড়ে ১১ টায় প্রচারিত হবে এর ৬০০তম পর্ব। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এ অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশ কিছু গান শোনাবেন তিনি।
ফাহমিদা নবী বলেন, ‘আগেও বেশ কয়েকবার এ অনুষ্ঠানে গান করেছি আমি। এবার এই বিশেষ পর্বে আমন্ত্রণ পেয়ে আনন্দিত বোধ করছি। আশা করি গানে গানে দর্শক-শ্রোতাদের মন ভরাতে পারবো। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইলো।
আয়োজনের দিক থেকে এটি ভিন্নমাত্রার একটি অনুষ্ঠান। দেশের গুণী শিল্পীরা এখানে গান করেন। আমি নিয়মিত অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। এ ধরণের অনুষ্ঠান সবসময় হওয়া উচিত।’
উল্লেখ্য, মাছরাঙা টেলিভিশনের পথচলার শুরু থেকে প্রচারিত এ অনুষ্ঠান দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত। শিল্পী, কলাকুশলীসহ সংগীতানুরাগী মানুষদের কাছে আলাদা কদর তৈরি করেছে অনুষ্ঠানটি। আধুনিক, ফোক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার শীর্ষ জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন। প্রতি শুক্রবার রাত ১১:৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া।