বিজয়ের বাজিমাত, প্রথম দিনেই ঘরে তুলল ৩৪ কোটি

নিজের পরিচয় লুকিয়ে, ছদ্মবেশে মিশনে নেমেছে এক পুলিশ কনস্টেবল, ঢুকে পড়েছে শ্রীলঙ্কার অন্ধকার অপরাধজগতের ভেতরে। কিন্তু একসময় আবিষ্কার করে—যার বিরুদ্ধে লড়ছে সে, সে তারই রক্তের ভাই! শুরু হয় পারিবারিক টানাপড়েন আর নৈতিক দ্বন্দ্ব। ভাইয়ের মুখোমুখি ভাই। একজন আইনের পক্ষে, আরেকজন অপরাধ জগতের শাসক।
এমন গল্পে মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমা ‘কিংডম’।
৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সিনেমা। প্রথম দিনেই করেছে বাজিমাত, আয় করেছে ১৫.৭৫ কোটি রুপি (নেট)। আর বিশ্বজুড়ে প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩৪ কোটি রুপি—যা মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমার জন্য উল্লেখযোগ্য সাফল্যই বটে।
শত কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কিংডম’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। মুক্তির দিন সেই আগ্রহ রূপ নেয় হাউসফুল শো আর টিকিটের দীর্ঘ লাইনে।
গৌতম তিন্নানুরি পরিচালিত এ সিনেমাতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা, সত্যদেব কানচারানা ও শ্রীরাম রেড্ডি পোলাসানে।