রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন স্থগিত!

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যম ‘এসইআর’ জানিয়েছে, ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হওয়ার দাবিতে নতুন চুক্তি সই করতে বিলম্ব করছেন তিনি।
গত কয়েক মাসে উভয় পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে অগ্রগতি হলেও আলোচনায় অচলাবস্থা দেখা দেয় যখন ভিনিসিয়ুস কিলিয়ান এমবাপ্পের সমান পারিশ্রমিক দাবি করেন। এর আগে বছরে ২০ মিলিয়ন ইউরো এবং পারফরম্যান্সভিত্তিক বোনাসে সম্মত হলেও এখন তিনি ক্লাবের নতুন তারকার সমান বেতন চান।
২০২৭ সাল পর্যন্ত বর্তমান চুক্তি বহাল থাকায় রিয়াল মাদ্রিদের হাতে সময় রয়েছে। তবে ক্লাব আগেভাগেই চুক্তি নবায়নের চেষ্টা করছিল।
কোচ জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয়ে অবদান রেখে নিজের দাবি আরো জোরালো করতে পারেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদও তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করছে এবং ভবিষ্যতে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।