img

ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের মাঝপথে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। কাঁধের চোটে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। 

বৃহস্পতিবার ওভালে ম্যাচের প্রথম দিনের শেষ দিকে বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় পড়ে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় অস্থায়ী স্লিংয়ে হাত বেঁধে।

 

৩৬ বছর বয়সী এই বোলারের চোট পরীক্ষা করে ইংল্যান্ড ম্যানেজমেন্ট জানায়, এই টেস্টে আর মাঠে নামতে পারবেন না ওকস। সিরিজ শেষে তার বিস্তারিত স্ক্যান করা হবে।

এর আগেই অধিনায়ক বেন স্টোকস কাঁধের ইনজুরিতে বাইরে ছিলেন। এবার ওকসের ছিটকে যাওয়া ইংল্যান্ড পেস আক্রমণকে আরও দুর্বল করেছে।

এখন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং—এই তিনজনই ফ্রন্টলাইন সিমার হিসেবে বাকি ম্যাচে দায়িত্ব সামলাবেন, তাদের সহায়তা দেবেন স্পিনার জেকব বেথেল ও জো রুট।

 

এই বিভাগের আরও খবর