img

বিধানসভা অধিবেশন চলাকালীন মোবাইলে ‘তাস’ খেলতে গিয়ে বিপাকে পড়লেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। প্রবল বিতর্কের মধ্যে মানিকরাও কোকাটেকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বৈঠকের পরেই মন্ত্রিসভায় এই রদবদল করা হয়েছে বলে খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, মানিকরাও কোকাটে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর সদস্য।

গত মাসে বিধানসভায় অধিবেশন চলাকালীন নিজের আসনে বসে মোবাইলে 'জঙ্গলি রামি’ খেলার অভিযোগ উঠে মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের বিরুদ্ধে। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

 

ভিডিওটি প্রথম পোস্ট করেন এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী) নেতা রোহিত পাওয়ার। সঙ্গে লেখেন, ‘চরম কৃষি সঙ্কটে ভুগছে মহারাষ্ট্র।

প্রতিদিন গড়ে ৮ জন কৃষক আত্মহত্যা করছেন। কিন্তু কৃষিমন্ত্রীর কোনো কাজ নেই। তিনি বিধানসভায় বসে বসে রামি খেলছেন।’ এরপরে কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘কৃষকদের খেত থেকেও একটু ঘুরে আসুন মহারাজ।’

 

এরপরেই কৃষিমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিরোধীরা। কিন্তু অভিযোগ মানতে চাননি মানিকরাও। তার দাবি, ‘ক্যামেরা চালু আছে জেনেও কেউ কখনও রামি খেলে। মোবাইলে হঠাৎ খুলে গিয়েছিল। আমি গেমটা স্কিপ করার চেষ্টা করছিলাম।

কিন্তু কিছুতেই হচ্ছিল না। পুরো ভিডিওটা দেখলেই বিষয়টা বোঝা যাবে। বিরোধীরা তা থেকে একটা ক্লিপ কেটে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আক্রমণ করছে।’ 

 

শুধু তাই নয়, কয়েক মাসে কৃষকদের জন্য সরকারের ফসল বীমা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মানিকরাও। তিনি বলেন, 'আজকাল, ভিক্ষুকরাও এক টাকা নেয় না। কিন্তু আমরা কৃষকদের এক টাকার ফসল বীমা দিয়েছি। কিছু মানুষ এই প্রকল্পের অপব্যবহার করেছে।' 

এরপরেই তার বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। সে অভিযোগও মানতে চাননি মানিকরাও। তিনি মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'সরকার কৃষকদের কাছ থেকে এক টাকা নেয়। সরকার টাকা নেয়। তাহলে ভিক্ষুক কে? সরকার ভিক্ষুক, কৃষক নয়... আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।'

এর আগেও তিনি বলেছিলেন, সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে অর্থ বিতরণ করা হয় তা বিয়ের মতো অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

এই বিভাগের আরও খবর