img

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অন্যান্য ঘটনায় ৫৬৯ জন। মোট ১৩৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ‘

 

এছাড়া অভিযানে দেশীয় পিস্তল একটি, দেশীয় এলজি একটি, একনলা বন্দুক দুটি, দেশীয় শুটারগান একটি, শটগানের গুলি ৪ রাউন্ড, শটগানের খোসা ৬ রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড, নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড দুটি।

এই বিভাগের আরও খবর