টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেটের বিশ্বরেকর্ড ফিনল্যান্ডের পেসারের

টি-টোয়েন্টির পিচ নিয়ে আক্ষেপের শেষ নেই বোলারদের। উইকেটগুলো ব্যাটার সহায়ক হওয়ায় সর্বশেষ আইপিএল চলাকালীন সময় কাগিসো রাবাদা তো সরাসরি বলেই দিলেন, চাইলেই আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারি।
অন্যদিকে উইকেটে বোলারদের অসহায়ত্ব দেখে মনোবিদের প্রয়োজন আছে বলে জানান রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অফস্পিনারের মতে, যেভাবে ব্যাটারদের কাছে বোলাররা মার খাচ্ছে তাতে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা বেশি।
বর্তমান সময়ে বোলাদের আনন্দ যখন হারিয়ে যাওয়ার পথে ঠিক তখনই বিশ্বরেকর্ড গড়লেন ফিনল্যান্ডের এক পেসার। যেন বল করলেই উইকেট তার। একের পর এক বল করে এস্তোনিয়ার ব্যাটারদের সাজঘরের পথ বাতলে দিচ্ছেন মহেশ তাম্বে।
তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন মহেশ।
দ্রুততম ৫ উইকেট নেওয়ার। সংক্ষিপ্ত সংস্করণে যখন দুই-তিন উইকেট পাওয়াই কষ্টসাধ্য তখন মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী পেসারের আগে রেকর্ডটি ছিল বাহরাইনের জুনাইদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন এই লেগস্পিনার।
গত ২৭ জুলাই এস্তোনিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েন মহেশ। এস্তোনিয়ার বিপক্ষে ১৭তম ওভার করতে এসে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট নেন তিনি। আর বাকি দুই উইকেট নেন ১৯তম ওভারের প্রথম দুই বলে। আর তাতেই প্রথম ৮ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
মহেশের রেকর্ডের দিনে জয় পেয়েছে ফিনল্যান্ডও।
প্রথমে ব্যাট করে ১৪১ রান করে এস্তোনিয়া। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ফিনল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন যথারীতি ২ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেওয়া মহেশ। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে ফিনল্যান্ড।