img

সিরিজ শেষে হাসিমুখে সংবাদ সম্মেলনে কথা বললেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ। তার কণ্ঠে বিস্ময়, ‘সিরিজ শুরুর আগে ভাবতেও পারিনি ৫-০তে শেষ করব…’। বাস্তবে সেটিই ঘটেছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া, শুধু টি-টোয়েন্টিতেই নয়—টেস্ট সিরিজেও।

 

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রতিটি টস জিতে ম্যাচ জিতেছে সফরকারীরা। টেস্ট সিরিজে প্যাট কামিন্সের দল জয় পেয়েছে ৩-০ ব্যবধানে, টি-টোয়েন্টি সিরিজে মার্শের নেতৃত্বে হয়েছে ৫-০। দুই সংস্করণ মিলিয়ে ৮-০ ব্যবধানে জয়, যা তাদের ক্রিকেট ইতিহাসেরই এক অনন্য রেকর্ড।

এর আগে এক সফরে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জয় ছিল ২০০৫ সালে, নিউ জিল্যান্ডে ৮টি।

তবে সেখানে একটি ম্যাচ ড্র হয়েছিল। এবার কোনও ড্র বা হার ছাড়াই ৮টি জয় অজিদের।

 

বিশ্বরেকর্ড অবশ্য ছুঁতে পারেনি তারা। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারত এক সফরে জিতেছিল ৯টি ম্যাচ, কোনোটিই হারেনি বা ড্র হয়নি।

 

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গলবার ভোরে সেন্ট কিটসে তিন উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রানে অলআউট হয়। গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ডোয়ার্শিসের নেতৃত্বে বোলিং দাপটেই এ লক্ষ্য বেঁধে দেয় স্বাগতিকরা।

জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসও শুরুতে টালমাটাল। মিচেল মার্শ, জশ ইংলিস আর গ্লেন ম্যাক্সওয়েল ফিরে যান দ্রুতই।

তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় দলটি।

 

ক্যামেরন গ্রিন করেন ১৮ বলে ৩২ রান, টিম ডেভিড ফেরেন ১২ বলে ৩০ করে। অভিষেক সিরিজেই নজর কেড়েছেন মিচেল ওয়েন—শেষ ম্যাচে করেন ১৭ বলে ৩৭। বাকি কাজ সেরে ফেলেন অ্যারন হার্ডি (২৮*)।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন শিমরন হেটমায়ার। তিনি করেন ৩১ বলে ৫২ রান। জেসন হোল্ডার (২০) ও ম্যাথু ফোর্ড (১৫) কিছুটা সঙ্গ দিলেও তা যথেষ্ট হয়নি।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে ম্যাচসেরা হন বেন ডোয়ার্শিস। শুরুতেই দুটি উইকেট নেওয়ার পর ফিরিয়ে দেন হেটমায়ারকেও।

ম্যাচ শেষে মার্শ বলেন, ‘চতুর্থ ম্যাচ জয়ের পর আমরা ঠিক করেছিলাম, ইতিহাস গড়তে হবে। অস্ট্রেলিয়ার কোনো দল আগে এমন ৫-০ ফল করেনি। সেটা মাথায় রেখেই নেমেছিলাম শেষ ম্যাচে।’

অস্ট্রেলিয়ার সামনে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটি শুরু হবে আগামী ১০ আগস্ট।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দল এখনো এই ধাক্কা সামলে ওঠার আগেই নামছে পাকিস্তান সিরিজে। ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায়। এরপর থাকবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। 

এই বিভাগের আরও খবর