নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার : চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যার বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনের বিচার ব্যবস্থাকে কেনার সক্ষমতা কারো হবে না ইনশা-আল্লাহ। এই বিচারের কোয়ালিটি মেইনটেইন করার ক্ষেত্রে আমরা একবিন্দু আপস করিনি, এই সুযোগও দেব না। আমাদের টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বিচারকাজ থেকে বিরত রাখা যাবে না।
বিচার পূর্ণ শক্তিতে চলছে। এটার সমাপ্ত অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই করব ইনশা-আল্লাহ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যার বিচার আগামীর বাংলাদেশে একটি ভয়হীন পরিবেশ তৈরি করবে।
কোনো স্বৈরশাসক, কোনো দুর্বৃত্ত মানুষকে এভাবে হত্যার দুঃসাহস দেখাবে না। কাউকে গুম করার দুঃসাহস দেখাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো গোয়েন্দাবাহিনী তৈরি করবে না, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গায়েব করে দেবে।’
অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘এটা ঠিক অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে।
কিন্তু আজকে বাংলাদেশে পুলিশকে নাই করে দিতে পারবেন? পুলিশের যারা এগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদের আপনি বাদ দেবেন, কিন্তু পুলিশের মধ্যেও তো ভালো মানুষ আছে, তা না হলে এই রাষ্ট্র আজকে ফাংশন করছে কিভাবে? শুধু বিল্ডিংগুলো ছাড়া সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, এমন একটা রাষ্ট্র কাঠামোর দায়িত্ব এই সরকার নিয়েছে। আপনারা এই বিচারের সঠিক পরিণতি বাংলাদেশে দেখতে পাবেন।’