| 28 July, 2025
আপনার ছবি ও লেখা ছাপবে রঙের মেলা

প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা বা তাঁর অটোগ্রাফ নেওয়া অনেকের শখ। আপনার সংগ্রহে যদি সে রকম কোনো ছবি বা অটোগ্রাফ থাকে সেই ছবি ও অটোগ্রাফের সঙ্গে নেপথ্যের গল্প লিখে পাঠাতে পারেন শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠে।
কালের কণ্ঠের সাপ্তাহিক বিনোদন পাতা ‘রঙের মেলা’য় ছাপা হতে পারে আপনার লেখা, এমনকি ছবিও। বিনোদন জগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে মূল্যবান মতামত দিন।
লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। এ ছাড়া কোনো চলচ্চিত্র, সংগীত, টিভি নাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সুলিখিত হলে অবশ্যই তা ছাপা হবে।
লেখা ও ছবি পাঠানোর নিয়ম
- পৃষ্ঠার এক পাশে লিখুন
- লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে
- অটোগ্রাফ বা ছবির অনুলিপি পাঠাতে হবে।
- ছবি ও অটোগ্রাফ সংগ্রহের স্থান, সময় উল্লেখ করতে ভুলবেন না
- লেখার নিচে লেখকের ই-মেইলসহ [থাকলে] পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন
- ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : rongermela@kalerkantho.com
- ডাকে পাঠানোর ঠিকানা : রঙের মেলা, কালের কণ্ঠ, ৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯