এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নামার আগে নতুন কোচ নিয়োগ হংকংয়ের

এশিয়া কাপকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছে হংকং ক্রিকেট বোর্ড। নতুন কোচ হিসেবে তারা শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কৌশল সিলভাকে দায়িত্ব দিয়েছে।
হংকংয়ের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে কৌশলের তা জানা যায়নি। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পাওয়া শ্রীলঙ্কার সাবেক ব্যাটার বলেছেন, ‘দলে জয়ের মানসিকতা তৈরি করতে পরিশ্রমের দিকে মনোযোগ থাকবে।
এই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রতিভার পরিচর্যাও করা হবে।’
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে হংকং। ‘বি’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে হংকং।
বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ আছে ১১ সেপ্টেম্বর।
জাতীয় দলের না পারলেও ঘরোয়া ক্যারিয়ার বেশ দীর্ঘায়িত কৌশলের। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ৩৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার ৩৯ টেস্ট খেলেছেন। ২০১৮ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ২০৯৯ রানের মালিক।
৩ সেঞ্চুরির বিপরীতে ফিফটি পেয়েছেন ১২টি। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার রান ১৮ হাজারের বেশি।