লিভারপুল-আর্সেনালকে টপকে ডাচ প্রতিভাকে নিচ্ছে চেলসি

ইউরোপীয় ফুটবলে প্রতিভাবান ডিফেন্ডারদের তালিকায় অন্যতম নাম জোরেল হাটো। ১৯ বছর বয়সী এই ডাচ তারকাকে দলে ভেড়াতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের সঙ্গে জোরেলকে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনা চলছে, এবং খুব শিগগিরই দুই ক্লাবের মধ্যে প্রায় ৪০ মিলিয়ন ইউরো (৩৪.৮ মিলিয়ন পাউন্ড) মূল্যে সমঝোতা হতে পারে বলে জানা গেছে।
আয়াক্সের হয়ে খেলা এই তরুণকে আগে থেকেই নজরে রেখেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল লিভারপুল এবং আর্সেনাল।
তবে তাদের আগ্রহ থাকা সত্ত্বেও দ্রুত পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছে চেলসি এবং ব্যক্তিগত শর্তাবলি আগেই চূড়ান্ত করে ফেলেছে।
২০১৮ সালে স্পার্টা রটারডাম থেকে আয়াক্সের একাডেমিতে যোগ দেওয়া হাটো ২০২৩ সালের জানুয়ারিতে সিনিয়র দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন এবং অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। ২০২৪-২৫ মৌসুমে তাকে মূলত লেফট-ব্যাক হিসেবে ব্যবহার করা হলেও, তিনি দক্ষতার সঙ্গে সেন্টার-ব্যাক হিসেবেও খেলেছেন। ইতোমধ্যেই নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তরুণ তারকা।
চেলসির এই গ্রীষ্মকালীন দলবদলে হাটো ছাড়াও লিয়াম ডেলাপ, জোয়াও পেদ্রো ও জেমি গিটেনস চুক্তিবদ্ধ হয়েছেন। পূর্বনির্ধারিত চুক্তির আওতায় দলে যোগ দিয়েছেন এস্তেভাও, ডারিও এসুগো, মামাদু সার ও কেন্ড্রি পায়েজ। বিপরীতে দল ছেড়েছেন কেপা আরিজাবালাগা, ননি মাদুয়েকে ও জর্জি পেত্রোভিচ।