img

আজিজুল হাসান সূর্য, একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করেছেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত সূর্য বর্তমানে Craft Films LA-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, যেখানে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে মানবাধিকার, সংস্কৃতি এবং প্রযুক্তির সংমিশ্রণে নতুন ধারার গল্প তুলে ধরছেন। তাঁর কাজের পরিধি শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়—ভারতসহ তিনটি দেশে ১৭০টিরও বেশি প্রোডাকশনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

 

২০১৭ সালে নির্মিত ‘The Auxiliary Verb’ চলচ্চিত্রটি ভাষা ও পরিচয়ের জটিলতা নিয়ে নির্মিত একটি নিরীক্ষাধর্মী কাজ, যা ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।

 

এরপর ২০২২ সালে ‘ডি’ চলচ্চিত্রে সূর্যর সিনেমাটোগ্রাফি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়, যেখানে ‘এনআরসি’ আন্দোলনের প্রেক্ষাপটে একটি ব্যক্তিগত গল্প তুলে ধরা হয়। এই দুটি কাজই তাঁর স্বাধীন চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।

 

২০২৩ সালে “এমিলি’স নাইটআউট’ চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব ফেলোশিপের সহায়তায় নির্মিত হয় এবং সহো হাউজ ওয়েস্ট হলিউড এবং ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল লস এঞ্জেলস-এ প্রদর্শিত হয়। একই বছর ‘বাবলস’ চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে তাঁর কাজ ‘গোল্ডেন নাগেট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ বেস্ট ফিচার এবং ম্যানহেইম আর্টস এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এ বেস্ট কমেডি পুরস্কার অর্জন করে।

 

এই চলচ্চিত্রটি ইন্ডি শর্ট ফেস্ট, আলবোরি সোলপ্লেস ফিল্ম ফেস্টিভ্যাল এবং কানাডার বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, যা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ।

 

চলচ্চিত্র নির্মাণে সূর্যর বিশেষত্ব হলো প্রযুক্তির সৃজনশীল ব্যবহার। তিনি যুক্তরাষ্ট্রে রোবোটিক মোশন কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারকারী প্রথম বাংলাদেশি নির্মাতা, যা তাঁর ভিজ্যুয়াল স্টাইলকে আরও নিখুঁত ও গতিশীল করে তুলেছে। তাঁর কাজের মধ্যে রয়েছে সিনেম্যাটিক কালার গ্রেডিং, ভিজ্যুয়াল ডেভেলপমেন্ট এবং পোস্ট-প্রোডাকশনের প্রতি গভীর মনোযোগ।

 

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের টেলিভিশন একাডেমির Director Peer Group–এ সদস্যপদ অর্জন করেছেন । এই অর্জনের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি নির্মাতা হিসেবে এই মর্যাদাপূর্ণ পেশাদার সংগঠনে অন্তর্ভুক্ত হলেন।

বর্তমানে সূর্যর দুটি নতুন প্রকল্প—‘Call from the 80s’ এবং ‘Fields of Freedom’—আলোচনায় রয়েছে। ‘Call from the 80s’ একটি জার্মান ভাষার চলচ্চিত্র, যেখানে দুই বোনের সম্পর্ক ও ১৯৮০-এর দশকের বার্লিন ওয়াল ফল আবহকে কেন্দ্র করে একটি নস্টালজিক গল্প তুলে ধরা হবে। অন্যদিকে ‘Fields of Freedom’ একটি আন্তর্জাতিক থ্রিলার, যেখানে সাতটি দেশের প্রেক্ষাপটে মানব পাচার ও নারীর স্বাধীনতা নিয়ে একটি গর্ভবতী বাংলাদেশি নারীর সংগ্রাম তুলে ধরা হবে।

 

আজিজুল হাসান সূর্য শুধু একজন সফল নির্মাতা নন, তিনি একজন সাংস্কৃতিক দূত, যিনি বাংলাদেশি গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। তাঁর কাজ প্রমাণ করে, স্বাধীন চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা মিলিয়ে একজন বাংলাদেশি নির্মাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে কতটা প্রভাব ফেলতে পারেন।

এই বিভাগের আরও খবর