img

২০২৫ সালের এশিয়া কাপের জন্য পূর্ণাঙ্গ সূচি শনিবার (২৬ জুলাই) প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও এক মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিকেট বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনার পারদ।

টুর্নামেন্টে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই, যা ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটমহলে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন।

 

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বসছে এবারের এশিয়া কাপের আসর। এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

 

গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মরুদেশে দেখা যাবে ভারত-পাকিস্তান ক্লাসিক দ্বৈরথ। এর আগে ১০ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে।

আর ১৯ সেপ্টেম্বর খেলবে ভারত খেলবে ওমানের বিপক্ষে।

 

গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবে শীর্ষে উঠে গেলে সুপার ফোরে ২১ সেপ্টেম্বর ফের দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, যদি উভয় দল সুপার ফোরেও সফল হয়, তবে ২৮ সেপ্টেম্বর ফাইনালেও হতে পারে আরেক দফা ‘উত্তপ্ত দ্বৈরথ’।

১

এদিকে, বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। এই গ্রুপে বাংলাদেশের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

বিশেষ করে আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিতে পারলে সুপার ফোরের পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

 

এই বিভাগের আরও খবর