img

১৯৯৪ সালের সেই চাঞ্চল্যকর মুহূর্ত— সাদা রঙের ফোর্ড ব্রোঙ্কো গাড়িতে পালাচ্ছেন সাবেক ফুটবল তারকা থেকে জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে কুখ্যাতি পাওয়া ওরেনথাল জেমস সিম্পসন। তার পেছনে ছুটছে পুলিশের বহর— সে মুহূর্ত আজও স্মরণীয় হয়ে আছে আমেরিকার মানুষের মনে। টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। 

সেই ঐতিহাসিক ঘটনার রেফারেন্স নিয়েই সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ছবিটি পোস্ট করেন তিনি।

 

ছবিতে দেখা যায়, সাদা গাড়িতে বসে পালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পেছনে তাড়া করছে পুলিশের দুটি গাড়ি। কিন্তু সেগুলোর চালকের আসনে বসা বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

 

প্রথমে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। পরে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা ছাড়াই ট্রাম্প নিজেও তা ইনস্টাগ্রাম এবং ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন।

ওবামাকে নিয়ে এই ব্যঙ্গচিত্র পোস্ট করাকে ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগের ধারাবাহিকতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ওবামার ভূমিকা ‘রাষ্ট্রদ্রোহিতাপূর্ণ’ ছিল বলে দাবি করে আসছেন ট্রাম্প।

 

তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, এই ধরনের পোস্ট আসলে উদ্দেশ্যমূলক। শিশু পাচার ও যৌন অপরাধে জড়িত জেফরি এপস্টিনের সঙ্গে সম্প্রতি ট্রাম্পের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসছে। আর এ থেকে থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং আলোচনার গতিপথ ঘুরিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছেন তিনি ও তার ঘনিষ্ঠ মহল।

এই বিভাগের আরও খবর