img

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার শার্লট শহরের পশ্চিমাংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয়জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

 

আহত একজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

 

এখনো পর্যন্ত কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

 

ঘটনার পরপরই মহাসড়কের আই-৪৮৫ আউটার রিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

এই বিভাগের আরও খবর