img

মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ফাহাদ ফাসিল। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন ক্যারিয়ারে। মালয়ালমের গণ্ডি পেরিয়ে তিনি এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। সবচেয়ে প্রতিভাধর অভিনয়শিল্পীও বলা হয়ে থাকে তাকে।

 

অভিনয় তার ধ্যান, জ্ঞান, নেশা। তবে ভবিষ্যতের জন্য অবাক করা এক ইচ্ছার কথা জানিয়ে ভক্তকুলকে চমকে দিয়েছেন এ অভিনেতা।

 

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানান, অভিনয় শেষে বাকি জীবন ট্যাক্সি চালাবেন তিনি। যেখানে জনপ্রিয় অভিনেতারা শেষ জীবনেও এই পেশার সঙ্গে জড়িত থাকেন, সেখানে ফাহাদের ইচ্ছা তিনি ভিনদেশে গিয়ে গাড়ি চালাবেন!

অভিনেতা জানান,  অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না।

 

বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন। ফাহাদ ফাসিল বলেন, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার।

 

আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’

 

ফাহাদ আরো বলেন, ‘আমরা কিছুদিন আগে বার্সেলোনায় গিয়েছিলাম। তো হ্যা, ইচ্ছেটা এখনও আছে।

 

এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না। রসিকতা করেই বলছি, কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। অন্য কারও গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য, সেটা আমার খুব ভাল লাগে।’

 

এর আগে ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারেও ফাহাদ বলেছিলেন, ‘এ মুহূর্তে অভিনয় বাদে এমন কিছুই নেই যেটা করে আমি আনন্দ পাব। তবে যদি কিছু করতে হয়, তাহলে আমি ট্যাক্সি চালাতে চাই। আমি আমার স্ত্রী (নজরিয়া নজিম)-কে বলি, অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই। ও খুব পছন্দ করে এই প্ল্যানটা।’

এই বিভাগের আরও খবর