img

ভারতের প্রখ্যাত কমেডিয়ান অভিনেতা জনি লিভার। পর্দায় অসংখ্য সিনেমায় নিজের হাস্যরসের জাদুতে মাত করে রেখেছেন কোটি অনুরাগীদের। তার কন্যা জ্যামি লিভারও একজন প্রতিভাবান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, মিমিক্রি শিল্পী ও অভিনেত্রী। তিনিও বলিউডে তাঁর স্বকীয় স্টাইল ও হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

তবে জনি লিভারের কন্যা হলেও বলিউডে ক্যারিয়ারের শুরুতে বেশ তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল জ্যামিকেও। অডিশনে নগ্ন হতে বলা হয় তাকে। সম্প্রতি যে ঘটনা প্রকাশ করেন তিনি। 

 

একটি সাক্ষাৎকারে সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেন জ্যামি।

তিনি জানান, একটি চরিত্রের জন্য তিনি অনলাইনে অডিশন দিচ্ছিলেন। তাকে বলা হয়েছিল সেটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট এবং সেখানে তার চরিত্রটি হবে অত্যন্ত খোলামেলা। অডিশন চলাকালীন তাকে বলা হয়, ‘মনে করো তোমার সামনে একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ বসে আছেন। আর আপনি তাঁর মন ভোলানোর চেষ্টা করছো।

’ এমনকি তাকে চরিত্রের স্বার্থে অডিশনে নগ্ন হওয়ার কথাও বলা হয় ফোনের ওপার থেকে। এটা শোনার পরই স্পষ্ট জানিয়ে দেন জ্যামি যে তিনি স্বাছ্যন্দবোধ করছেন না।

 

তবে কাজটি না করলেও বিষয়টি নিয়ে মনে সন্দেহ তৈরি হয় জ্যামির। তার মনে হয় এটা বড়সড় ফাঁদও হতে পারে। জ্যামি বলেন, ‘আমাকে জানানো হয়েছিল যে, ভিডিও কলেই সবটা নির্ধারিত হবে।

কিন্তু আমাকে কোনো স্ক্রিপ্ট পাঠানো হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল যে, তাঁর স্ক্রিপ্টে আরো কিছু পরিবর্তন করবেন যা করা সম্ভব হয়নি। আমি ভিডিও কলে যোগ দেওয়ার জন্য সময়মতো লিঙ্কটি পেয়ে গিয়েছিলাম। তাতে জয়েনও করি। আমাকে বলা হয়েছিল যে ভিডিও কলে যিনি অডিশন নেবেন তিনি ছবিরই পরিচালক। তিনি সরাসরি কথা বলবেন কিন্তু তিনি ভিডিও কলে আসার পর একবারের জন্য মুখ দেখাননি। বলেছিলেন তিনি নাকি ট্রাভেল করছেন। এভাবেই কত মহিলারা ফাঁদে পড়েন। আমিও এবার সেটা অভিজ্ঞতা করলাম। আমার উচিতই হয়নি ওই লিঙ্কে ঢোকা। আমি বরাতজোরে ওই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছি।’

 

জনি লিভারের মেয়ে জ্যামি লিভার সিনেমার পর্দায় সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও বাবার মতোই তুখোড় কমেডিয়ান তিনি। স্ট্যান্ড-আপ কমেডির দুনিয়ায় নিজের জাত চিনিয়েছেন। পাশাপাশি অভিনয় করেছেন ‘কিস কিসকো পেয়ার কারু’, ‘হাউসফুল ৪’, ‘ভূত পুলিশ’-এর মতো জনপ্রিয় সিনেমাতে।

এই বিভাগের আরও খবর