| 26 July, 2025
মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় কাজ করছেন চীনা চিকিৎসক দল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহদের চিকিৎসায় কাজ করছেন চীনের উহান থার্ড হাসপাতাল থেকে আসা চিকিৎসক দল। তারা বলছেন, আহতদের চিকিৎসায় বাংলাদেশকে সমর্থন ও সহায়তার জন্য যা কিছু করতে পারেন তাই করতে ইচ্ছুক।
শনিবার ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, অগ্নিদগ্ধদের ক্ষতস্থানে সংক্রমণ প্রতিরোধ ও নিয়মিত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন চীনা চিকিৎসক ও নার্সরা।
এদিন তারা রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতস্থান পরিষ্কার ও ড্রেসিং পরিবর্তনে সহায়তা এবং অস্ত্রোপচারে নির্দেশনা দেন।
একইসঙ্গে চীনের চিকিৎসক দলটি সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।