img

এবার টলিউডে পা রাখতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশী। প্রথমবারের মতো তিনি অভিনয় করতে চলেছেন একটি বাংলা সিনেমায়। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ এবং প্রযোজনা করছে মেহর এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস, হিমানি ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

আনন্দবাজার ডট কমকে এম এন রাজ বলেন, ‘এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে। তাই আমার মনে হলো এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।

 

ইতিমধ্যেই বাংলা শেখা শুরু করেছেন অভিনেতা শরমন।’

 

নতুন কাজ নিয়ে উত্তেজিত অভিনেত্রী সুস্মিতাও। বলেন, ‘ভাল চরিত্র। সেই সঙ্গে শরমন যোশীর সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’ 

 

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা খাইরুল বাসারকে। শোনা যাচ্ছে, বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেত্রীকেও যুক্ত করা হতে পারে এই প্রজেক্টে। দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ 

এই বিভাগের আরও খবর