দেহ ব্যবসায় জড়িয়েছিল যেসব ভারতীয় অভিনেত্রীর নাম

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি মানেই ঝকঝকে লাস্যময়ী সব নায়িকা। গ্ল্যামার, আভিজাত্য, বিপুল জনপ্রিয়তা। কিন্তু এই জগতে থেকেও কেউ কেউ নাম লিখিয়েছিলেন অবৈধ অন্ধকার জগতে। করেছেন দেহ ব্যবসা।
পুলিশের হাতে হয়েছেন গ্রেপ্তারও। যে অভিনেত্রীরা আজও আলোচনায় ভারতের শোবিজ অঙ্গনে। কেউ কেউ এখনো কাজ করে যাচ্ছেন পর্দায়। কেউ বা হারিয়ে গেছেন শোবিজ জগত থেকে।
ভারতীয় গণমাধ্যমে একাধিকবার আলোচনায় উঠে আসা এমন সাতজন অভিনেত্রী সম্পর্কে জেনে নিন।
সায়রা বানু : কিংবদন্তি বলিউড অভিনেত্রী সায়রা বানু নন, তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী সায়রা। ২০১০ সালে দেহ ব্যবসা চালানোর অপরাধে গ্রেপ্তার হন এ অভিনেত্রী। হায়দরাবাদ পুলিশ রেইড চালিয়ে কুন্দনবাগ এলাকা থেকে তাকে আটক করে।
তার সঙ্গে ছিল জ্যোতি নামের আরও এক অভিনেত্রী যাকে হাতেনাতে ধরেছিল পুলিশ।
সঙ্গীতা বালন : তামিল বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ সঙ্গীতা বালন। ২০১৮ সালের জুন মাসে অভিযোগ ওঠে, তিনি অভিনয়ের পাশাপাশি দিনের পর দিন যৌন ব্যবসা চালিয়ে এসেছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় চেন্নাইয়ের পানায়ুড়ের একটি রিসোর্টে। উদ্ধার করা হয় অন্য রাজ্য থেকে আসা বেশ কয়েকজন যৌনকর্মীকে।
শার্লিন চোপড়া : কয়েক বছর আগে অভিনেত্রী শার্লিন চোপড়ার নামে অভিযোগ উঠেছিল যৌনচক্রের সঙ্গে যুক্ত থাকার। বিষয়টি নিয়ে বিশেষ জলঘোলা হওয়ার আগেই পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন তিনি। শার্লিন বলেছেন, সিনেমার ডাক না এলে টাকা-পয়সা কোথা থেকে আসবে? আর এই পয়সার কারণেই আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে বেডরুম অবধি ছুটতে হত।
শ্বেতা বসু প্রসাদ : শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের নামেও উঠেছিল পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ। ২০১৪ সালের সেপ্টেম্বরের গোড়ায় হায়দরাবাদের একটি হোটেল থেকে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশ্য সেই অধ্যায় পেরিয়ে বর্তমানে নিয়মিত পর্দায় কাজ করছেন অভিনেত্রী।
আরশি খান : অভিনেত্রী আরশি খানের বিরুদ্ধেও ভারতে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কিন্তু এই অভিযোগ তিনি বরাবর অস্বীকার করেছেন। তার দাবি, জীবনে কোনোদিনই যৌন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তাকে হেনস্থা করা হয়েছিল।
কিন্নেরা : তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা কিন্নেরা প্রধানত টিভি সিরিয়ালের জন্য বেশি জনপ্রিয় ছিলেন। তবুও তিনি পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দেহ ব্যবসা করতে গিয়েই পুলিশের হাতে নাতে ধরা পড়েন এই অভিনেত্রী।
ভুবনেশ্বরী : ভুবনেশ্বরীও দক্ষিণী সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়ালেও কাজ করেছিলেন। ২০০৯ সালে তাকে একটি দেহ ব্যবসার চক্রের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ থাকার সুবাদে ছাড়া পেয়ে যান।