নারী বিদ্বেষী মন্তব্যে ক্ষমা চাইলেন হার্নান্দেজ

নারী বিদ্বেষী মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ। তবে ব্যাপক সমালোচনার পর অবশেষে ক্ষমা চেয়েছেন মেক্সিকোর এই তারকা ফুটবলার।
টিকটকে দেওয়া এক ভিডিওতে হার্নান্দেজ বলেন, ‘নারী হওয়াকে ভয় পেয়ো না, পুরুষের নেতৃত্ব মেনে নাও। তোমরা ভুল করছো, তোমরা পুরুষত্বকে ধ্বংস করছো, সমাজকে অতিসংবেদনশীল করে তুলছো।’
মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) তার এই বক্তব্যকে নারী বিদ্বেষমূলক ও ক্রীড়াঙ্গনের লিঙ্গ সমতার পরিপন্থী বলে উল্লেখ করেছে। এ কারণে তাকে জরিমানা করে এবং ভবিষ্যতের আচরণ নিয়ে সতর্ক করে দেয়।
এই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে চিচারিতো লেখেন, ‘আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
এটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। আমি শিখছি, ভাবছি এবং ভবিষ্যতে আরো সংবেদনশীলভাবে কথা বলার প্রতিশ্রুতি দিচ্ছি।’
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘চিচারিতো খুব ভালো ফুটবলার হতে পারে, কিন্তু নারীদের সম্পর্কে তার ধারণা অত্যন্ত নারীবিদ্বেষী। তার এখনো অনেক কিছু শেখার আছে।’
মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হার্নান্দেজ ২০১০ সালে চিভাস থেকে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর খেলেছেন রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ওয়েস্ট হাম, সেভিয়া ও এলএ গ্যালাক্সিতে। ২০২৩ সালে তিনি আবারও চিভাসে ফেরেন এবং দুই বছরের চুক্তিতে খেলছেন বর্তমানে।