এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, মুখোমুখি অন্তত দুইবার

চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষমেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসছে এশিয়া কাপের আসর। দুই ভেন্যুতে ভাগ হয়ে হবে এই টুর্নামেন্ট। আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে ভারতের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারত হয়তো এশিয়া কাপে অংশ নাও নিতে পারে। তবে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই টুর্নামেন্ট থেকে সরে আসছে না।
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
বৈঠকে আরব আমিরাতকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জানা গেছে, ভারত ও পাকিস্তানকে রাখা হবে একই গ্রুপে।
ফলে কমপক্ষে দুইবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। একবার গ্রুপ পর্বে এবং আবার সুপার সিক্সে। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে দেখা যাবে আরো একটি হাইভোল্টেজ ম্যাচ।
সবশেষ ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে, দুবাইয়ে। সেই টুর্নামেন্টটিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলেছিল দুবাইতে।