ডেথ ওভারে উন্নতি চান লিটন দাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই। আগামী বছর ভারতের মাটিতে ও শ্রীলঙ্কার উইকেটে বসছে বৈশ্বিক আসর। প্রস্তুতির শেষ ধাপে থাকা বাংলাদেশ দল এবার সিরিজ জয়ের পরেও হুঁশিয়ারি উচ্চারণ করলেন দলপতি লিটন দাস।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয়ের পরও সন্তুষ্ট নন লিটন।
তার মূল উদ্বেগ ডেথ ওভারে বোলারদের পারফরম্যান্স নিয়ে। শুক্রবার পাকিস্তান সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘নতুন বলে আমরা ভালো বোলিং করছি। কিন্তু ডেথ ওভারে আমাদের আরো ভালো করতে হবে। দলও এই বিশ্বাস রাখে।
অবশ্যই আমাদের ব্যাটিং ভালো করতে হবে। কারণ আপনি যদি ভালো উইকেটে নিয়মিত রান করতে পারেন, তাহলে বোলারদের ম্যাচ জেতানোর সুযোগ বাড়ে।’
বিশেষভাবে মুস্তাফিজুর রহমানকে প্রশংসা করে লিটন বলেন, ‘আমরা জানি, ডেথ ওভারে মুস্তাফিজ কতটা ভয়ংকর হতে পারে। কিন্তু বাকিদের জন্য এটা শিখে নেওয়ার সময়।
এটা যদি হয়, তাহলে দল হিসেবে আমরা আরো ভালো করব।’
বিশ্বকাপের আগে প্রধান পেসারদের সুস্থ রাখতে রোটেশন নীতিতে আস্থা রাখার কথাও জানান লিটন। ‘তাসকিন অনেক দিন পর টি-টোয়েন্টিতে ফিরেছে। সবাই জানেন, সে যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে, তাহলে তার চোট পাওয়ার সম্ভাবনা বাড়ে। শরিফুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
পাকিস্তান সিরিজে, কান্ডিতে এবং ডাম্বুলাতেও সে গ্রোইনের চোটে ভুগেছে।’
লিটনের মতে, ‘একজন ক্রিকেটার কতগুলো ম্যাচ পরপর খেলতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। আপনি যাদের এখন দলে দেখছেন তাদের বাইরে আরো দুই-তিনজন শীর্ষ মানের পেসার আছে। যদি তাদের কাউকে হারাতে হয়, তাহলে আমাদের স্বপ্ন আর আশা ভেঙে যাবে। তাই প্রত্যেক খেলোয়াড়ের সুযোগ পাওয়া যেমন জরুরি, তেমনি তাদের ফিটনেস মনিটর করাও খুব গুরুত্বপূর্ণ।’
টানা ৪০ দিনের বেশি সময় ধরে খেলার পর কিছুদিনের বিরতিতে যাচ্ছেন টাইগাররা। ভারতের বিপক্ষে হোম সিরিজ পুনঃনির্ধারিত হওয়ায় এখন তারা বিশ্রামে থাকবেন। এরপর শুরু হবে এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প।