img

তীব্র বাতাস ও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের পাশের বনাঞ্চলে ভয়াবহ দাবানলে দুইজনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, এ দাবানল বুধবার বিকেলে শুরু হওয়ার পর আগুনে পুড়ে যাওয়া একটি গাড়িতে দুটি মৃতদেহ পাওয়া গেছে।

সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টানটিনোস লেটিমবিওটিস বলেছেন, ‘বিধ্বংসী দাবানলে আমাদের দুই সহ নাগরিকের অকাল মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। আগুনের কারণ এখনো তদন্তাধীন, তবে উচ্চ তাপমাত্রা, তীব্র বাতাস ও খরা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে।’

 

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও গুরুতর নয় এমন আরো ১৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র আনদ্রেয়াস কেটিস বলেছেন, লিমাসলের ওপরের পাহাড়ি গ্রাম মালিয়াতে শুরু হওয়া আগুন ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে

তাপমাত্রা  সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ ভূমধ্যসাগরীয় দ্বীপটির জন্য একটি তীব্র তাপ সতর্কতা জারি করেছে। এ ছাড়া আগুন নেভানোর জন্য ২৫০টিরও বেশি দমকল কর্মী ও ৭৫টি গাড়ি মোতায়েন করা হয়েছে।

দেশটির সরকার প্রতিবেশী দেশগুলো থেকে আগুন নেভাতে হেলিকপ্টার সহায়তা আহ্বান করেছে।

 

লেটিম্বিওটিস বলেছেন, জর্ডান থেকে অগ্নিনির্বাপক বিমান এসেছে। মিশর, ইসরায়েল ও স্পেন থেকে যত দ্রুত সম্ভব আরো বেশি সংখ্যক বিমান আসার আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বীপের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি থেকেও সহায়তা পাওয়া যাবে।

 

বিচারমন্ত্রী মারিওস হারটসিওটিস সম্প্রচারমাধ্যম সিওয়াইবিসিকে জানিয়েছেন, আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে বেশ কয়েকটি গ্রাম খালি করে দেওয়া হয়েছে ও ১০৬ জনকে অস্থায়ী আবাসস্থলে রাত কাটাতে হয়েছে।

 

আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে একটি কান্দোর বাসিন্দা আন্তোনিস ক্রিস্টো বলেন, ‘আমি বাড়িতে প্রবেশ করে দেখি পাহাড় ও উপত্যকা আগুনে ভরা। আমি সত্যিই কেঁদেছিলাম, কারণ মানুষ পুড়ে গেছে, কেউ গাড়িতে থাকা অবস্থায় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রধান নিকোস লঙ্গিনোস সিওয়াইবিসিকে বলেছেন, তিনি পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য হস্তান্তর করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে যে আগুন ইচ্ছাকৃতভাবে শুরু করা হতে পারে।

সাইপ্রাস প্রায় প্রতি বছর গ্রীষ্মকালেই দ্বীপের গরম, শুষ্ক আবহায়ায় দাবানলের কবলে পড়ে। ২০২১ সালে লারনাকা জেলায় এক দাবানলে চারজন মিশরীয় কৃষক নিহত হন।

 

সূত্র : এএফপি

 

এই বিভাগের আরও খবর