‘সাইয়ারা’ জুটির প্রশংসায় পঞ্চমুখ আমির খান

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে আহান পান্ডে ও অনীত পাড্ডা জুটির ‘সাইয়ারা’। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে নবাগত জুটির এই সিনেমা। সমালোচক থেকে শুরু করে সবার প্রশংসা কুড়াচ্ছে ছবিটি।
এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।
আমির খান লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’ ছবির টিমকে। এই ছবি বড় পর্দায় মুক্তির পরই এক মাইলফলক তৈরি করেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ কোড়ে দিয়েছেন।
মোহিত সুরি তার সর্বস্ব দিয়ে এই ছবি তৈরি করেছেন এবং যশরাজ ফিল্মস এই ছবির হাত ধরে ফের বলিউডে আরো এক মাইলস্টোন তৈরি করেছে। ছবির পুরো টিমকে অনেক শুভেচ্ছা।”
গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। মুক্তির প্রথম দিনেই ছবিটি ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে।
ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি।