| 23 July, 2025
‘লাশ গুম’ প্রসঙ্গে যা বললেন প্রিন্স মাহমুদ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন লাশ গুম করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে একদল দাবি করছে, নিহতের এই সংখ্যাটি সঠিক নয়। কেউ কেউ আবার তথাকথিত ‘লাশ গুম’ করারও অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে।
যেখানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘যেসব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’