img

মুখে রাফ দাড়ি, পিছনে চুল বাঁধা, আর শরীরে চোখে পড়ার মতো পেশি—হঠাৎ এমন লুকেই দেখা দিলেন দক্ষিণি তারকা রাম চরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জিমের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা, যেখানে দেখা গেছে তার ট্রান্সফর্মেশনের এক ঝলক 

ধারণা করা যাচ্ছে, তার আসন্ন ছবি ‘পেড্ডি’-তে বেশ দাপুটে রূপেই ধরা দিতে চলেছেন রাম।

পরিচালক বুচি বাবু সানা নির্মিত এই ছবির গুরুত্বপূর্ণ লটের শুটিং এই সপ্তাহেই শুরু হচ্ছে এবং প্রযোজনা দলের ভাষ্য অনুযায়ী, এটি পুরো ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ একটি শিডিউল।

চলতি বছরের শুরুতে ছবিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং বড় বাজেটে নির্মিত এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

 

‘পেড্ডি’ ছবিটি প্রযোজনা করছেন ভেঙ্কটা সতীশ কিলারু (বৃদ্ধি সিনেমাস), আর এটি উপস্থাপন করছে মৈথ্রি মুভি মেকার্স ও সুকুমার রাইটিংস। ছবিতে রাম চরণের বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শিবা রাজকুমার, জগপতি বাবু এবং খলচরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ, রাম চরণের জন্মদিনে।

এই বিভাগের আরও খবর