img

এক ম্যাচ শেষেই সিদ্ধান্ত থেকে সরে আসল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে যে সুবিধা পেয়েছিলেন দর্শকরা তা আর পাচ্ছেন না। খাবার ও পানি নিয়ে আর স্টেডিয়ামে ঢুকতে পারবেন না দর্শকরা।

স্টেডিয়ামে প্রবেশের শর্তাবলি সম্পর্কিত এক বিশেষ নির্দেশিকায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

 

বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪  জুলাই  অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।’

অথচ গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার সুযোগ পাওয়ায় দারুণ খুশি ছিলেন দর্শকরা। আনন্দিত হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল।

 

কেননা খাবার ও পানি কিনতে স্টেডিয়ামের ভেতরে বেশি অর্থ খরচ করতে হতো। তবে বিসিবির আজকের ঘোষণায় দর্শকদের সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘায়িত হলো না। 

 

সেই যা-ই হোক এমন ঘোষণায় দর্শক-সমর্থকদের মন খারাপ হলেও আগামীকাল ঠিকই ঘরের মাঠে বাংলাদেশ দলের সিরিজ জয়ের আশায় স্টেডিয়ামে আসবেন সমর্থকরা। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

 

প্রথম ম্যাচের ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।

 

এই বিভাগের আরও খবর