উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বিসিবি-বাফুফের শোক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ এবং সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সবার দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সব সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
অন্যদিকে বিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিহতদের পরিবারের প্রতি বিসিবি গভীর সমবেদনা জানাচ্ছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা।’
বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজাও।
আজ (সোমবার) বেলা ১টা ১৮ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
অন্যদিকে ২৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।