img

প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নতুন ব্রাজিলিয়ান তারকা ম্যাথিউস কুনহার পারফরম্যান্স। সাবেক উলভারহ্যাম্পটন স্ট্রাইকার মাত্র ৪৫ মিনিট মাঠে থেকেই নজর কাড়েন ভক্ত ও সতীর্থদের।

ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ইনস্টাগ্রামে কুনহার পোস্টে মন্তব্য করেছেন, ‘Sos un toro’—স্প্যানিশ এই বাক্যটির বাংলা মানে, ‘তুই একটা ষাঁড়!’ মাঠে কুনহার শক্তিশালী, সাহসী ও আগ্রাসী খেলার প্রশংসাতেই এই বিশেষণ।

 

প্রথম ম্যাচেই কুনহার পরিসংখ্যান ছিল চোখে পড়ার মতো। ৪৫ মিনিটে ১০০ শতাংশ সফল ট্যাকল, ৯২ শতাংশ সফল পাস, ১০টি ডুয়েলে অংশগ্রহণ ও ৩টি সফল ড্রিবল। 

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে কুনহা লেখেন, ‘ধন্য! এই জার্সি গায়ে দিয়ে মাঠে নামা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আরো অনেক কিছু দেয়ার ক্ষুধা আছে।

ধন্যবাদ সবাইকে।’

 

এই পোস্টের নিচেই মন্তব্যটি করেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। 

কোনো গোল বা অ্যাসিস্ট না থাকলেও তার খেলার ধরনে বোঝা গেছে, রুবেন আমোরিমের পরিকল্পনায় কুনহা হতে চলেছেন এক অবিচ্ছেদ্য অংশ।

এই বিভাগের আরও খবর