img

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ভারতের কেরালা রাজ্যের কোচি থেকে উড্ডয়ন করা একটি ফ্লাইট সোমবার সকালে মুম্বাইয়ে অবতরণের সময় বৃষ্টিস্নাত রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে বিমানে থাকা সব যাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি তাদের হাতে পাওয়া ছবির বর্ণনায় বলেছে, বিমানের পেছনের অংশে ঘাসের স্তূপ আটকে আছে এবং ডান পাশের ইঞ্জিনের বাইরের অংশ (নাসেল) ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ থেকে বোঝা যায়, বিমানটি রানওয়ের একপাশে গিয়েছিল এবং শক্তভাবে ধাক্কা লেগেছিল। ইঞ্জিনের যে অংশে ঘাস আটকে ছিল, তা থেকেও বোঝা যায় বিমানের ছিটকে যাওয়া গভীর পর্যায়ে পৌঁছেছিল।

 

সরকারি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পর রানওয়ের একপাশ দিয়ে ছিটকে যায়। একটি চাকা রানওয়ের পাশের ঘাসে চলে যায়।

ঘটনাস্থলে তিনটি সাইনবোর্ড ও রানওয়ের প্রান্তে চারটি বাতি ভেঙে গেছে।

 

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিকে এখন পরীক্ষার জন্য গ্রাউন্ডেড (স্থগিত) রাখা হয়েছে এবং তদন্ত চলছে। দুজন পাইলটকেই দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে, যতক্ষণ না তদন্ত শেষ হয়।

এদিকে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার পর এক বিবৃতিতে বলেছে, ‘কোচি থেকে আগত একটি উড়োজাহাজ ২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসএমআইএ) অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

সিএসএমআইএর জরুরি প্রতিক্রিয়া দল তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছে।’

 

তারা আরো জানায়, ‘বিমানবন্দরের মূল রানওয়ে ০৯/২৭-এ সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের কার্যক্রম চালু রাখতে সেকেন্ডারি রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। সিএসএমআইএতে নিরাপত্তাই সব সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

 

তবে মূল রানওয়ে বন্ধ থাকায় বিমান চলাচলে বিলম্ব হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর গত মাসের ভয়াবহ দুর্ঘটনায় ২৫০ জনেরও বেশি নিহত হওয়ার পর দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ যাত্রীবাহী বিমানের নিরাপত্তা প্রোটোকল নিয়ে বিশেষ নজরদারি করছে।

এদিকে সোমবার মুম্বাইতে টানা ভারি বৃষ্টিপাতের কারণে শহরের বহু এলাকা পানির নিচে চলে গেছে এবং পরিবহনব্যবস্থাও ব্যাহত হয়েছে।

এর আগে যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা আগেই জেনে নেওয়ার একটি পরামর্শ জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানবন্দরে পৌঁছতে অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ জানায়। বিবৃতিতে বলা হয়, ‘বৈরী আবহাওয়া ও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষাপটে আমরা আমাদের সব যাত্রীকে অনুরোধ করছি, তারা যেন নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন এবং যানজট এড়াতে যথাসম্ভব আগেভাগে বিমানবন্দরের দিকে রওনা হন।’

এই বিভাগের আরও খবর