img

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসব নম্বর দিয়ে বলা হয়েছে, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ পুলিশের জরুরি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

নম্বরগুলো হলো :

>> মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

>> সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

>> সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

>> মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা 01814774132‬

>> মাইলস্টোন স্কুলের উপাধ্যক্ষ 01771111766

এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক নিশ্চিত করেছেন। আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় অনেকেই এখনো তাদের সন্তান/প্রিয়জনের খোঁজ পাননি বলে জানা গেছে।

 

এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর