img

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের উত্তরার আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের খুঁজতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেছে স্বজনরা। সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়ার খোঁজে উত্তরা আধুনিক হাসপাতালে আসেন তার মা।

এই হাসপাতালে তার কোনো তথ্য পাওয়া যায়নি। জরুরি বিভাগের সামনে মেডিক্যালের শিক্ষার্থীরা মেয়ের ছবি দেখে জানান, আফিয়াকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

 

কাঁদতে কাঁদতে আফিয়ার মা বলেন, ‘আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলেন আমার মেয়ে কোথায় আছে।’

 

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক উত্তরার আধুনিক হাসপাতালে সামনে ভিড় করেছেন। তারা তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এই বিভাগের আরও খবর