ইসরায়েলের নতুন অভিযান, ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ

ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকার মধ্যাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগে কখনো অভিযান না চালানো ওই এলাকায় হামাসের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্সে বলেছেন, ‘দেইর এল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়া উচিত। ইসরায়েল দেইর এল-বালাহর আশেপাশে অভিযান সম্প্রসারিত করছে।
নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরে যান।’
২২ মাস ধরে চলা যুদ্ধে উপকূলীয় অঞ্চলের বিশাল অংশজুড়ে বারবার ইসরায়েলি সেনাবাহিনীর সরে যাওয়ার নির্দেশে গাজার প্রায় ২০ লাখেরও বেশি মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানুয়ারিতে বলেছিল, গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী উচ্ছেদের নির্দেশ দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় থাকা জিম্মিদের পরিবারগুলো বলছে, ইসরায়েলি হামলার সম্প্রসারণ হলে তাদের প্রিয়জনদের ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে।
সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর বিবৃতিতে তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে জরুরিভাবে ইসরায়েলি নাগরিক ও পরিবারগুলোকে যুদ্ধ পরিকল্পনা কী ও এটি কিভাবে গাজায় অপহৃতদের সুরক্ষা দিবে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে।
এদিকে গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা রবিবার এএফপিকে জানিয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের কিছু অংশে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও ১০ জন জিম্মির মুক্তির জন্য দুই সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা চালিয়েছে। ২০২৩ সালে হামাসের হামলার সময় জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে ৪৯ জন এখনো গাজায় রয়েছে।
তবে এদের মধ্যে ২৭ জন মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবে শনিবার জিম্মিদের পরিবার সমাবেশ করে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জিম্মিদের ফিরিয়ে আনা ও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায়।
অন্যদিকে একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় স্থল অভিযান জোরদার করেছে। সেখানে তারা ডজন ডজন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ও শত শত সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দিয়েছে। বলা হয়েছে, প্রায় ২০ মিটার ভূগর্ভস্থ ২.৭ কিলোমিটার এলাকায় ‘সন্ত্রাসী’ সুড়ঙ্গ খুঁজে বের করে ভেঙে ফেলা হয়েছে।
সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২১৯ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
সূত্র : এএফপি