img

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রবিবার পর পর কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। 

গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৯ মিনিটে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর বিপজ্জনক সুনামির ঢেউ আসতে পারে বলে সতর্ক করে ইউএসজিএস। এর আগে ৫ ও ৬.৭ মাত্রার ভূমিকম্প হলেও প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস বলেছে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের কাছে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার উপকূলে ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার এবং জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ৩০ সেন্টিমিটারের কম ঢেউ আছড়ে পড়তে পারে।

 

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, বেরিং সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কমান্ডার দ্বীপপুঞ্জে ৬০ সেন্টিমিটার পর্যন্ত ও কামচাটকা উপদ্বীপে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএসজিএস আরো জানিয়েছে, প্রাথমিক ভূমিকম্পের পরে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছিল, যার মধ্যে আরো একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে।

 

কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত, যা এটিকে একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল করে তুলেছে। ১৯০০ সাল থেকে ৮.৩ বা তার বেশি মাত্রার সাতটি বড় ভূমিকম্প এই অঞ্চলে আঘাত হেনেছে।

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর