মেসি-ইয়ামাল মুখোমুখি, শর্ত সাপেক্ষে চূড়ান্ত ফিনালিসিমার তারিখ

সবকিছু ঠিক থাকলে মাঠে এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব। দুই প্রজন্মের দুই প্রতিভাবান ফুটবলার—একজন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, আরেকজন সম্ভাবনাময় তরুণ লামিন ইয়ামাল মুখোমুখি হতে পারেন একই ম্যাচে। এমনই এক সম্ভাবনার খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে পারে ফিনালিসিমার দ্বিতীয় আসর।
আন্তর্জাতিক সূচি অনুযায়ী, মার্চ মাসের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে হতে পারে সম্ভাব্য এই ম্যাচ। ওই সময় ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ পর্বও শুরু হবে। এশিয়া ও ইউরোপের কিছু দল এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ইতিমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে।
দিয়ারিও এএস জানিয়েছে, রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লওজান ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।
তবে স্পেনের পক্ষ থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে— বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেই তারা কেবল তখনই ফিনালিসিমায় অংশ নেবে।
মেসির নেতৃত্বে আগের ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি এখনো তরতাজা। এবারের আসরে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন হলে সেটি হবে আরো মর্যাদাপূর্ণ লড়াই।
আর সেই ম্যাচে যদি মুখোমুখি হন মেসি ও ইয়ামাল, তবে তা নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
১৮ বছর বয়সী লামিন ইয়ামালকে ইতিমধ্যেই ‘নতুন মেসি’ হিসেবে দেখা শুরু করেছে বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ছায়ায় বেড়ে উঠা এই তরুণ আগামী মৌসুমে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরবেন।