ধর্ষণের দায়ে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় বিচার বিভাগীয় প্রধান হেইদার আসিয়াবির উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন বলেছে, ‘ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির সাজা আজ সকালে গোরগান শহরের কারাগারে কার্যকর করা হয়েছে।’
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্যমতে, চীনকে ছাড়িয়ে ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হয়ে উঠেছে। দেশটিতে খুন ও ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।
আসিয়াবি জানান, ‘তিন নারী ধর্ষণের অভিযোগ করার পরপরই তিন সদস্যের ওই চক্রকে দ্রুত গ্রেপ্তার করা হয়।’ তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
ইরানে সাধারণত মৃত্যুদণ্ড ভোরবেলা ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়। সাধারণত এসব সাজা কারাগারেই কার্যকর করা হয়, তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছে।
ওই ব্যক্তি এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং সে ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।