img

সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। এতটাই খারাপ যে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে ভালো না খেলায় আবারও বেঞ্চ গরম করতে হয় তাকে। এতে সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় বাড়তে থাকে।

অনেককে আবার এক ধাপ এগিয়ে বলতে শোনা যায়, অধিনায়কত্বের কোটায় টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছে লিটন।

 

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে ৬ রানে আউট হলে সামাজিক মাধ্যমে ব্যাপক বিদ্রূপের শিকার হতে থাকেন বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে খুব বেশি সময় নেননি তিনি। 

 

শেষ দুই টি-টোয়েন্টিতে দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন। দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার পুরস্কার হিসেবে তো ম্যাচসেরাও হয়েছেন তিনি।

 

আর সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেছেন ৩২ রানের ইনিংস। অনেকটা ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। তাতে ইতিহাসও গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে কোনো সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ।

 

তবে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা লিটনের জন্য সহজ ছিল না বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। আজ দেশে ফিরে বিমানবন্দরে সাবেক ওপেনার বলেছেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, বাজে ফর্ম যাচ্ছিল। জানি, আমাদের বাজে সময় গেলে সামাজিকমাধ্যমে বেশি ট্রল করা হয়। যেহেতু বাংলাদেশের সবাই একটু বেশিই আবেগী।’

 

সবমিলিয়ে তিন ম্যাচে ১১৪ রান করে সিরিজসেরাও হয়েছেন লিটন। ছন্দটা যেন উইকেটরক্ষক ব্যাটার ধরে রাখতে পারেন, সেই কামনাও করেছেন নাফিস। তিনি বলেছেন, ‘এভাবে ফিরে আসা এবং দলকে নেতৃত্ব দেওয়া, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা ও দোয়া করি, এটা যেন ধরে রাখে সে।’

এই বিভাগের আরও খবর