img

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

সিরিজ জয় শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফরাও।

তবে লঙ্কা মিশন শেষে বিশ্রামের সময় মিলছে না টাইগারদের।

 

আগামীকাল (শুক্রবার) থেকেই শুরু হবে প্রস্তুতি। সামনে অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

 

উল্লেখ্য, মে মাসে পাকিস্তানে বাংলাদেশ ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল। তাই এবার ঘরের মাঠে সেটির প্রতিশোধ নেয়ার মিশনে নামবে লিটন-শান্ত-মিরাজরা।

 

এই বিভাগের আরও খবর